আজ যে তুমি দিচ্ছো গালি
ছিঁড়ছো জামা পুরান তালি,
দেখছো না তাঁর বিদার্ণ বুক
করছে ক্রন্দন কন্ঠ নালি?

তোমার হিসেব তুমিই বুঝো!
তুমি ছাড়া কেউ রাখে না?
হোক সে শূন্য কনার সমান
খোদার কাছে নয় অজানা!

ঠকিয়ে মন কেউ জিতে না
হিসেব টা তার হয় বরাবর,
আজকে না হোক দুদিন পরে
হয় দুনিয়ায় নয়তো কবর।

২৪/০৮/২০২৪ইং
চট্টগ্রাম।