নৌকায় উঠলেই পার হওয়া যায় নদী!
ভয় নেই, সন্তরনে ডুববে না ভাই
জল খানা তার শান্তশিষ্ট বহে নিরবধি।
মাঝি কেবল একজন-ই তায়
আর যারা বায়, এদিক ওদিক দেখছো আশেপাশে
ওরা যাত্রী! যাত্রী বেশি লোক সাধারণ;
অপেক্ষা তার খেয়া পারাপারে।
কিন্তু ভায়া, পারাপারে সহজে কি পায় সিরিয়াল?
জনে জনে টিকেট লাগে; ধৈর্য্য লাগে
লাগে আরো সামনে এগোবার বাহু বল!
তাই এনেছে লগি-বৈঠা! ঝড়ের রাতের আলোর মশাল
আর যারা খুব কঠিন গরল
যতোই করুক হম্বিতম্বি জড়াক গায়ে কালো কোর্তা
লাভ হবে না,
মাঝি ভাইয়ের সে এক কঠিন হৃদয়!
সহজে তার মন গলে না।
মাঝি মতেই টিকিট টা পায়
উঠতে পারে জনম ধন্য সাধের নৌকায়।

২২/১১/২০২৩
উত্তরা, ঢাকা।