আর কতো ধন হবার পরে
থামবে তোমার মিশন?
ঢাকা তো নয় সমগ্র দেশ
করছো তুমি শোষণ।

জোর করে নাও পরের টাকা
লইছো লিখে জমি,
ব্যাংকে জমাও গয়না পাঁতি
ফরেন কিনো ভূমি।  

পদ ক্ষমতা কম কি হলো
শৌর্য বীর্য সুনাম?
তবুও কেনো লাগবো তোমার
আরো কিছু বেনাম?

তোমার মোটে স্ত্রী আর ছেলে
কে খাবে ভাই অতো?
ক্ষান্ত তো দাও, করো স্মরণ
সেজদাতে হও নতো।

১৮/০৩/২০২৫ইং
চট্টগ্রাম।