এই যে এতো পরীক্ষা দিস
ঢাকায় পারিস দৌড়,
হুট হাট বইয়ে ডুব দিয়ে তুই
জাগিস নিশি ভোর!

এতো পড়েও হয় না কেনো
চাকরি একটা তোর?
তবে কি জ্ঞান! হ্রাস পেয়েছে
নিজের মেধার জোর?

ক্যামনে বলি মাগো আমার
মামা চাচা কই?
নেই-ও তো ধন টাকার খনি
নেতার ম্যাজিক সই।

এর পরেও মা, যে টুক ছিলো
তেঁতুল পাতায় দই,
নিচ্ছে কেঁড়ে কোঠার মালিক
আমরা চেয়ে রই!

১০/০৭/২০২৪ইং
চট্টগ্রাম।