খাই না বলে আর খাবো না
এমনটা নয় সত্যি,
আসল কথা পাই না সুযোগ
করতে উদোরপূর্তি।

নয়তো দেখতি কেমন খাদক
কেমন আমার কীর্তি!
চেয়ার খেতাম টেবিল খেতাম
মুখ টা করে ভর্তি।

সরকারি বিল পেনশন ভাতা
দুধ মাতা ভাই ধাত্রী,
বাদ যেতো না নিজের বাপ-ও
মরণ পথের যাত্রী।

আর যারা খায় চেটে পুটে
রাঘব বোয়াল নিত্যি,
দেখতি খাতির তাদের সাথেও
থাকতো গোপন চুক্তি।

১০/১১/২০২৩
ময়মনসিংহ।