এই দুনিয়ার কেউ সুখী নয়, সবার চোখেই জল
কবিদের তো দুঃখ অনেক, স্বজন মাঝেই খল!
সমাজ পতি রাজ জ্যোতিষী, দুঃখে কাঁদে নিত্য
ওর'চে ভালো ঘুমায় রাতে, নিজো ঘরের ভৃত্য!

আমলা উকিল পন্ডিত শাশ্রী, উপরি কামায় পিয়ন
হাত ভরা ধন তারাই খুঁজে, সুখের কাঠি জিয়ন!
কুলি মজুর রিক্সাওয়ালা, জনম দুখী কুমোর
প্রবাসী ভাই দুঃখে কাঁদে, দুঃখ দেখি খুঁড়োর!

সন্তান হীনা ডুকরে কাঁদে, কষ্টে ফেলে নিঃশ্বাস
দুঃখ দেখি বোনের চোখে, ভাই কে করে বিশ্বাস।
ফুল ঝরিয়ে বৃক্ষ কাঁদে, আকাশ ঝরায় বৃষ্টি
ধ্বংসে কাঁদে নিজ দুনিয়া, নিজের করা সৃষ্টি।

তফাৎ কেবল মুমিন কাঁদে, আল্লাহ-তেই চায় মুক্তি,
আর দুনিয়ার ধন দৌলতে, বাকিরা ভোগ শক্তি।

০১/০৬/২০২৪ইং
খুলনা।