ওরে মূর্খ দেখিস না তুই
আন্ধা এখন পায় দেখতে?
ভেদ করা সেই কর্ণ জোড়াও
পারে বয়রা কানে শোনতে!

যাতা খাওয়া লুলা- ল্যাংড়া
বোবাও এখন বলছে কথা,
গর্তে থাকা সাপ নেউলেও
দেখে আলো তুলছে মাথা।

কুকুর টা তো সেই সুযোগেই
করছে ঘ্যাও ঘ্যাও হুঁক্কাহুয়া,
বাঁদরামি ছাড় বাঁনর ভায়াও
তুলছে শ্লোগান ভুয়া ভুয়া।

এ-সব কি তোর ভাল্লাগে না!
আবার কি চাস কপটতা?
কন্টক পথেই চলবি হেঁটে
কেমনরে তোর স্বাধীনতা!

১৯/১০/২০২৪ ইং
চট্টগ্রাম।