দান করে যে নিক্তি ছাড়াই
করেও ক্ষমা নিজ গুনেতে!
কারে ভালো বাসো তুমি?
হচ্ছো পাগল কার প্রেমেতে!

সৎ মানুষেও দুঃখ বাড়ায়
প্রিয়োজনও পথ ছেড়ে যায়,
লাগলে আগুন দেয়াল ধরে
সে ছাড়া আর কেই-বা নেভায়?

২০/০৮/২০২৪ ইং
চট্টগ্রাম।