মুখটা আমার বন্ধই ছিলো
চলতো কেবল কলম,
তাতেও আজকে হলো ক্ষত
লাগায় দিলি মলম।
ঝুলায় তালা সদর দরজায়
হাত-পা বাঁধলি ফিতায়,
ধমকে চাইলি নাকটা কেটে
কানটা মুলবি হাতায়।
অন্ধ করিস দু-চোখ আমার
অন্তর করিস পাথর,
লক্ষ কোটি সন্তান যে মা'র
করবি কিসে নিথর?
০৪/০৩/২০২৩
ভেলোর, ভারত।