মানুষ কান্দে মনের মধ্যে, হটাৎ হঠাৎ চোক্ষে
পানি কি আর এমনি উছলায়? উথলে যখন বক্ষে!
কেউ কানলে খায় সিগারেট, কেউ-বা থাকে চুপ
কেউ-বা জ্বালায় আগরবাত্তি, কেউ-বা পূজার ধূপ।
কেউ লুকিয়ে আঁচলে মুখ, চায় সে হতে লাশ
কেউ-বা দাঁড়ায় সাগর পাড়ে, স্বজন কবর পাশ।
কেউ-বা কান্দে মোনাজাতে, চুপিচুপি রাত
কেউ-বা খাঁড়ায় রেললাইনে, বন্ধ রাখে বাত।
পুলের উপর থাইকা যেজন, উদাস চোখে চায়
যায়রে চিনোন কান্দে কোনজন, দুখী অভাগায়!
ক'জন পারে বলতে ওরে? ভিত-রে পুড়ে ছাই!
তাঁরাই বেশি এই দুনিয়ায়, তাঁদের চিনো নাই?
১৪/০৪/২০২৫ ইং
ময়মনসিংহ।