তুমি মিয়া বড্ড তেন্দর!
আলোর দেখাও পথ,
হাত ধরো ক্যান? খাক না উষ্ঠা
দূরেই রাখো রথ।
অন্ধের কাছে পূর্নিমা কি!
দিনেও তো সে আন্ধা,
তোমার ভালো কাজেও তো তাঁর
নাকে ঠেকে ধান্দা।
ঘী তুইলা দেও, লইয়া কইবো
সুবাস মাখনা তেল!
"নিশ্চিত খাইবো ভাইঙ্গা মাথায়
গাছের পাকনা বেল।"
তাঁর ধারণা আগের জনও
এমনি কইছে মিছে,
চুঁইসা খাইসে সাজনার লাহান
লবন দিয়া মাছে।
বকা খাইয়া ক্যান তারে চাও
কিন্না দিবা সুখ?
অধম তো জাত চিনে কেবল
ক্যানভাচারের মুখ ।
১০/০৪/২০২৫ ইং
চট্টগ্রাম।