রাতকানা কে জ্ঞান বিলিয়ে
ক্যান দিলি ভাই পথ দেখিয়ে?
দ্যাখবি সে তো চাঁদ লুকিয়ে
ভরবে গোলা ধান শুকিয়ে!
খাল কেটে সে করবে চুরি
ভয় দেখাবে কুমির এনে,
মশক নিধন লোক দেখানো
হয় ডাকাতি নিয়ম মেনে।
বালুর বাঁধে আজ প্রতিবাদ
দম ফেলাবে নাকের ডগায়,
খুব ঘুমিয়ে সুবোধ সমাজ
ফাঁদেই বধে সুশীল বগায়!
বলবে যুবক বুক ফুলিয়েই
আর যা আছে সবতো তার-ই,
ক'দিন বাদে দল পাকিয়েও
নাম লিখাবে স্বৈরাচারী।
২১/০১/২০২৫ ইং
চট্টগ্রাম।