আকাশের ঐ মাসতুতো ভাই
ঝড়টা যেদিন রাগে,
তুড়ি মেরে, নেয় সে উড়ায়
ঘরের ছাউনি আগে।
বাঁশের ঝাড় বা কারেন্ট খুঁটি
ভাঙে গাছের গুঁড়ি,
উল্টে ফেলে রাস্তার পিচও
দোকান সারি সারি।
পাড় ভেঙে সে ডুবায় নদী
বজ্রপাতে বাড়ি,
হিংসাতে তাঁর ধ্বংসে ফসল
প্রাণ টাকে লয় কাঁড়ি।
মাসতুতো ভাই পিশাচ অতি
ধ্বংসে উঠে মেতে,
ঘরের ফ্রিজ বা পাঙ্খা টিভি
পায় কি নিস্তার তাতে?
কাল বৈশাখী নাম নাকি তার
চায় যে সবুজ ধরা,
উষ্ণতা থাক কম টা আরো
দূর যেনো যায় খরা।
০৭/০৫/২০২৪ইং
চট্টগ্রাম।