১.
দুপুর বেলা কাকুর মুখে
ভীষণ খুশি মনে,
"কেউ যাবেন না বাড়ি ফিরে
শেষে ভোজন বিনে।"
থালা ভরা পোলাও কোর্মা
সঙ্গে কতোক সিন্নি,
খেয়ে দেয়ে পারবে নিতে
তেহারী আর ফিরনি।
সবাই বললো, "ধন্য নেতা!
দীর্ঘজীবি হোক,
এমনি যেনো কর্মীর পানে
খোলা রাখেন চোখ।"
খাওয়া শেষে নেতাই দিলেন
সবার রশিদ চিনে,
"তোমার নামেই দোকান বাকি
সব এনেছি কিনে।"
২.
কাকুর মুখে খই ফুটেছে
দর্শক দিচ্ছে তালি,
জানে কাকু হাসছে লোকে
দেখে মুখের কালি?
হ্যাংলা পাতলা গড়নটা তার
ফুঁ দিলে যায় উড়ে,
সেই নাকি ভাই সভায় চেঁচায়
প্রথম হবে দৌড়ে।
ল্যাং দিয়ে সে ফেলবে শত্রু
ধপাস করে মঞ্চ,
এক দমে যে খেলবে খেলা
হাড় ভাংলো তার পঞ্চ।
২৯/০৭/২০২৩
ভেলোর, ভারত।