সবুজ শ্যামল দেশ খানাতে, সবাই ছিলো সুখে
গমের আটা মোটা চালের, খাবার জুটতো মুখে।
ছাদ না থাকলেও চার দেয়ালে, সুখটা ছিলো ভরে
চাঁদের রাতে বসতো আসর, খড়ের গাদার'পরে।
গল্প আড্ডায় হাসির ছোঁয়ায়, জীবন ছিলো পূর্ণ
জানতো না কেউ খাজনা ঝড়ে, সুখটা করবে চূর্ণ!
হঠাৎ একদিন এলান এলো, ঢুলী বাজায় বাজনা
আয় দেখে নয় মুখ টা গুনেই, রাজা নিবে খাজনা!
নইলে পিঠের চামড়া তুলে, রাজা বানাবেন ঢোল
নাক-মুখে যে পড়ুবে চাবুক, ভুলিুয়ে দেবে বোল।
ফসল বেচো জায়গা বেচো, খাজনায় ভরো দুয়ার
হঠাৎ রাজার সাধ জেগেছে, স্বর্নে বানায় খোয়ার।
২৩/০৮/২০২৩
ভেলোর, ভারত।