জ্ঞান পাপীরা সব-ই চিনে
বেশি চিনে টাকা,
চাইলে হিসেব নিজের ঘরের
দেখায় শূন্য ফাঁকা!

বীরদর্পে তাই কাজ বিরতি
কন্ঠে ছুঁড়ে হুংকার,
করলে ঘোলা জলের তলা
রাজপথ হবে শঙ্কার!

কাঁচের গ্লাসে দুধ কিংবা মদ
যেটাই থাকুক গুলে,
তোমরা কারা আদেশ দেয়ার
দেবে আমায় শূলে?

এই দুনিয়ায় সব চোরেদের
রয় একতা সংঘ,
লাগায় কাজে অস্থিরতায়
ভঙ্গে সোনার বঙ্গ।

নিতো যদি কাজের হিসাব
গৃহের বঁধু সন্তান,
থাকতো না আর ছল চাতুর্য
দূর্নীতি বা মাস্তান।

২৯/০৮/২০২৪ ইং
গাজীপুর।