মরবো বলে কাঁদছে না মন
কাঁদছি দেখে শূন্য হস্ত,
লিখলো কি ঐ ফেরেশতা দ্বয়
ভালোর চেয়ে মন্দ মস্ত!
ধরেছি কি সত্যের কলম?
তুলেছি ঝড় ধড় প্রতিবাদ!
হয়েছে কি প্রকাশ পালন
মিটিয়ে দায় মরণ বিবাদ?
ভেঙেছি কার অকারণ মন
লুটিয়ে ধন সুখের জীবন,
ভরেছি কি কণ্টক কাঁটায়
বিছানো পথ অন্যের ভূবন?
দলেছি কার বিস্তর প্রান্তর
ভেঙেছি রথ অচল নিশ্চল?
কাঁদিয়ে মন লভেছি ধন
ঝরিয়ে জল সুখ অবিকল?
২৬/০৭/২০২৪ইং
চট্টগ্রাম।