কোন অভাগার মন ভরেনি
দর্শনে ঘর কাবা?
চোখ দু'টি তার হয়নি শীতল
হয়নি রুদ্ধ বোবা?
খোদার ভয়ে হাত-পা কেঁপে
উঠেনি ঝড় মনে?
কোন বেকুবের হয়নি স্মরণ
ইব্রাহিমের দীনে?
কম্পনে বুক থাকে কি চুপ
অশ্রুতে ছোঁয় গিলাফ,
জমজমে পান ভরেছে প্রাণ
দীপ্ত হেঁটে মাতাফ।
কোন অধমের ঝরেনি জল
নিতে বিদায় কাবা?
তোলেনি হাত মোনাজাতে
নুঁয়ায়নি শির মাথা?
১৫/১২/২০২৪ইং
চট্টগ্রাম।