দর কতো ভাই? বাজার পরা!
হয়নি বিকি? নেইও তাড়া!
চাইলে কতো? লক্ষ টাকা,
সঙ্গে কিছু? সাইকেল দুখা।
কম হলো না? শিক্ষিত যে!
ফেল তো শুনি.. মেট্রিকে সে।
ছেলের কর্ম? উঠতি নেতা
মিলে পাতি? শোনো কথা!
তবুও যৌতুক? বিয়ের খরচা,
পরের টাকায়? তুলবো কড়চা।
আবার কখন? পরের হাটে,
লজ্জা শরম? নেই তো মোটে।
২৭/০৪/২০২৩
ময়মনসিংহ।