আমি জানি তোমার বড়
গাছের ডালে
হরেক পাখির বাস,
সেথায় টিয়া বুলবুলি আর
ময়না পাখি
মেটায় মনের আশ!

তাই বলি কি জোছনা মেলে!
দিনের বেলা
পেলে আকাশ চাঁদ?
ময়ূরপঙ্খী চক্ষু জোড়ায়,
ভরায় কি মন
কোকিল ছাড়া নাদ?

০৩/০৬/২০২৩
ময়মনসিংহ।

*নাদঃ শব্দ/ধ্বনি।