ঘরের ভেতর মাদুর পেতে,
আমার কাছেই কতো ভিসুভিয়াস আগ্নেয়গিরি
কতো স্বপ্ন সেথা আবির মেখে জ্বলে,
আর অধম আমি!
বাড়ির পাশের বাবলা গাছে অধির হয়ে কান পেতে রই
ঝরা পাতার কান্না শুনি!

১৮/১২/২০২৩
চট্টগ্রাম।