উৎসর্গঃ কবিতা টি সম্মানিত কবি, "প্রণব লাল মজুমদার" এর আজকের কবিতায় মন্তব্য করতে গিয়ে মনে আসে। তাই এই কবিতা টি তাঁকেই উৎসর্গ করলাম।

দলের কর্মী নেতার কাছে
চাইলো উপদেশ,
হাসলো নেতা, "পারবি বেঁচতে
এক কথাতে দেশ?

মিথ্যা কথা বলতে পারিস?
উল্টে দিতে চোখ!
ধৈর্য্য কেমন? পারবি সইতে
লোকের গালি মুখ?

কাকের মতোন শেখান বুলি
পারবি বলতে খুব?
দেখলে অন্যায়, পারবি থাকতে
গাধার মতোন চুপ?

ভাগ কি পারিস? শেয়াল যেমন
কায়দা করে বেশ!
লজ্জা শরম থাকলে আলাপ
এই খানেতেই শেষ।

আর যদি ভাই ন্যায় নীতি বোধ
বেশীই কাটে দাগ,
জায়গা টা ছাড়, পেছা বলছি
এখান থেকে ভাগ।

৩১/০৭/২০২৩
ভেলোর, ভারত।