দীনের পথে রাখলে জীবন
বলো শহীদ গাজী,
কিন্তু অসুখ? চায় যে খেলতে
রাখতে জীবন বাজি!

দুঃখ জ্বরায় মানব দেহে
মনটাকে খায় কুঁড়ে,
মহৎ তো সেই মরদ জীবন
মৃত্যু কে না ডরে।

বরং সপে আল্লাহ্ তে মন
দেয় সে উজার করে,
মৃত্যু তো খায় মাটির দেহ
জিত তো মরার পরে।

০৩/১১/২০২৩
ময়মনসিংহ।