সূর্যের মতোই তোমার মুখও
ছড়ায় ভীষণ তাপ,
পাপ কি হয় না?
গিঁট ছাড়া বাঁধ বালুর মতোই
ঠিক তলোয়ার খাপ।

বুদ্ধের মতো করলেও শ্রবন
চরণ ছুঁয়ায় ভাপ,
চাপ কি দেয় না?
আস্তাকুঁড়েই হয় পতিত
জীবন চরম ধাপ।

১৪/১০/২৪ ইং
ময়মনসিংহ।