চাইলেই যারে যাচ্ছে পাওয়া
পথেই যদি জোটে,
মূল্য কি তার চাঁদের মতোন
মানুষও লয় লুটে?

টুকটুকে লাল কৃষ্ণচূড়া
শিমুল ফুটুক বনে,
শিউলি ফুলেই গাঁথে মাল্য
খোঁপায় গুঁজে দিনে।

লাইলি-মজনু শিরি ফরহাদ
এমনি হয়নি অমর,
মূল্য দিয়েই বীর শাহজাহান
রচে প্রিয়ের কবর।

আর তুমি চাও তোমার প্রেমও
এমনি মিলুক প্রাণে,
দিক সে ধরা ধৈর্য্য বিনেই
কর্ম বিমুখ জনে!

চাও যদি হে হীরে-জহরত
সত্যি মজতে প্রেমে,
খোদাই তো দেন দাও শুধু ধ্যান
জীবন গড়ো শ্রমে।

২৩/০৬/২০২৪ইং
চট্টগ্রাম।