জীবন নদীর খাদ কিনারে
নীভছে যখন মাটির প্রদীপ,
দেখি একজন ধরায় স্বর্গ
বুকেই গড়ে সুখের ব-দ্বীপ।
সুখ সাগরের উর্বর পলি
জমছে যখন তলানিতে,
দুখ পিষে তায় এক নাগাড়ে
পাঠায় ফেরত পৃথিবীতে।
জন্ম নাকি আজন্ম মোর
হিসেব গড়া কঠিন পাপে,
অসার দেহে শ্রাবণ ঝড়েও
ধরছে গলার বাঁধন টিপে।
নাই ফুরসত সময় ক্ষেপণ
অভয় দেয় তার বাণী সপে,
উল্টো আরো দেয় সে দীক্ষা
লও তলোয়ার জীবন খাপে।
০৭/০৪/২০২৪ইং
ময়মনসিংহ।