বাহিরে মোখা, কাল বৈশাখীর ঝড়ো হাওয়া
বিলের মাঝে আমার একচালা ঘর
ছোট্ট নীড়ের স্বচ্ছ দুই টিনে
ধুপধাপ মেঘ বর্ষন তুমুল বৃষ্টি দৈন্যের হানা
উৎকন্ঠা আতঙ্কে দিগ্বিদিক ছুটোছুটি কপাট দুটি
শংকা ভয়ে নিভু নিভু হারিকেন প্রদীপ
চুঁইয়ে পড়া জলের আধার, দাঁড়িয়ে মাঝখানটায়
যখন দেখি অন্ধকারে নিমগ্ন আমার দূর ভবিষ্যৎ, কালো; আঁধার।
সম্মুখেই তখন মুষ্টি বদ্ধ দৃষ্টির দানা,
দেখি সারি সারি রাত্রিদের এলোমেলো মিছিল;
হাত-পার নিথর সমর্পনেই মেলে
অমৃত, ধার করা ফুসফুসের এক চিমটি খানা;
প্রয়োজন শান্ত স্নিগ্ধ এক ভোর,
চাই অবারিত আলো।
ঠিক তখনি দৃশ্য পটে আবির্ভাব
অনতিদুরে বৈঠা হাতে এক অতিকায় মানবী
ডাকছে হেঁকে, "শুনিছো নরেন দা, কুন্টে তুমি?"
বুঝলে মিনু, বুঝলাম স্বপ্ন
পুবাকাশে ফোটেছে আলো ঝড়ের পরের প্রীতিময় সূর্যোদয়।
০৫/০৬/২০২৩
চট্টগ্রাম।