এতো ভালো গাছটা তোমার
টুটলো যখন ঝড়ে,
আমি তখন দাঁড়ায় পাশে
ছিলাম চুপটি করে।
অসময়ের সেই আগাম ঝড়ে
হঠাৎ বইলো পবন,
অঘোরে জল ঢাললো আরো
বজ্রপাতে গগন।
তুমি তো তাই ভয়েই অস্থির
রইলে জড়োসড়ো,
হাত ধরে কার চাইলে বাঁচতে
ভয় সে দিলো আরো।
মট করে যেই ভাঙলো গাছটা
উপরে নিলো শিকড়,
হাউ-মাউ তখন কাঁদলে তুমি
চোখটা ভিজলো ডাগর।
ভাবছো পাষাণ দাঁড়ায় সেথা
দেখলো খুলে আঁখি,
লাগলে আগুন পায় না-কি আঁচ
বৃক্ষ মাঝে পাখি?
২২/০৬/২০২৩
চট্টগ্রাম।