যে শহরের আকাশ ঘোলা, দূর্গন্ধময় ভূ-তল,
সম্পর্ক সব গোত্র ছাড়া, পদস্খলন-ই ফল।
যে শহরের নিঃশ্বাস ভারী, মগজ বিকৃত ভুল,
রঙচটা নদ ট্র্যাকস্যুট শব, বিবর্ণ কাষ্ঠ ফুল।
চাই না হাঁটতে তাঁর পথের ধার, বন্ধুর বাঁকা গলি,
চাই না হাঁটতে কায়াহীন ছাদ, রুক্ষ মরুর বালি।
চাই না স্পর্শ ইট কংক্রিট, লৌহ ফুল করতল
চাই না ধোঁয়া যান্ত্রিক ধরা, যাপিত সুখ বিহ্ববল।
আলোহীন চাঁদ পথেরকাঁটা, তারচে ভালো বিকেল,
আশ্রিত পরগাছা বৃক্ষ, যজ্ঞে ধ্বংসে মার্বেল!
টিন ফুটো চাল বৃষ্টির জল, ভিজুক শরীর ও গাল,
এই শহর দিক্ ঠিক পুড়িয়ে, প্রাণ ফিরে পাক কাল।
১৩/০৫/২০২৪ইং
চট্টগ্রাম।