বাজিয়ে মল মোহের অনল
হচ্ছো যে এই পাগল,
ধবল গায়ে নুপুর পায়ে
আসবে কি সে দিঘল?
দেখলে আলো রঙিন ভালো
ছুটলে যারে পেতে,
চিনলে তারে? দিলো ধরা;
নীদ হারা দুই পাতে?
চাইলে তাঁরা পুকুর ভরা
খুঁজলে তারে হাটে!
তাঁর যে আবাস তোমার নিবাস
দেখো কপাল খুঁটে।
নামলে আঁধার ক্ষুরের ধারে
মন যদি যায় টুটে,
সে জন কুড়ে শিউলি তুলে
তারেই নিয়ো ছুটে।
২০/১২/২০২২
ভেলোর, ভারত।