রাতের ট্রেনে,
সুবাস আসার কথা ছিলো ঘর ভর্তি!
তারপর, হঠাৎ-ই ভাদ্রের আকাশে মেঘ! বৃষ্টি নামলো!
দুকূল ছাপিয়ে দুনিয়া ভিজলো;
ভিজলো তৃষ্ণার্থ কাক, কাঠ-ফাটা মৃত্তিকা, শুকনো খড়কুটা, রেল লাইন, ট্রেনের চাকা
আর, আমার কেবল চোখ!
যাত্রা ক্যান্সেল!
২২/০৮/২০২৪ ইং
চট্টগ্রাম।