সাত কোটি ঐ বীর বাঙালীর
কারো মরেনি স্বজন?
আর কারো বাপ ভাই দেয়নি প্রাণ
দেশের জন্য জীবন!
গুম আর খুনে দূর্ভিক্ষ ক্ষণে
কেউ হারায়নি স্বামী?
লুঙ্গি গামছায় যায়-নি যুদ্ধে
কেউ ছিলো না দামী?
বায়ান্নর ভা-ষা আল্দোলন
ছেষট্টির ছয় দফা,
একাত্তর সেই মুক্তির সংগ্রাম
জাগেনি জনতা?
তবুও তোদের মায়া কান্না
ফোটাস নিজ বেদনা?
দেখি না বোধ হারানোর সুখ
জাতির সেই চেতনা!
ক'টা নামে বাংলার দেয়াল
রেখেছিস তার স্বাক্ষর?
ইতিহাস তো নিজের মতোই
লিখেছিস নিজ অক্ষর।
১৮/১০/২০২৩
ময়মনসিংহ।