যারে আমি ভালোবাসি
ব্যথাটা দেই তারে,
উঠতে বসতে শোনাই মন্দ
রাখিও আড়ে আড়ে।
মাঝ দুপুরের তপ্ত রোদে
শস্য করাই বরণ,
ধান কি শুকাই? পুড়াই রোদে
আলতা রাঙা চরণ।
বাদল ভেজা খড় কাষ্ঠে
জ্বালতে বলি উনুন,
ভাত কি রাঁধাই? কষ্ট দেখি
অশ্রু ঝরা নয়ন।
মেঝের মাঝে মাদুর পাতি
রাত্রি করাই যাপন,
ঘুম কি পারাই? দেখি রাতে
ব্যথায় কোঁকায় কেমন।
ভাবছো আমি পাষাণ ভীষণ
নরপিশাচের ভাই,
নয়তো কি কেউ কান্না উড়ায়
ভালোবাসায় ছাই?
সত্যি হলো দুঃখে গড়ি
কষ্ট সওয়াই ভারী,
বুকের উপর পরলে পাথর
যেনো না যায় ছাড়ি।
১৯/০৬/২০২৩
চট্টগ্রাম।