তোমরা যেদিন সবাই জানবে
পুড়লো আমার কপাল,
হাত ফসকে ভাগ্য ভাঙলো
অস্ত লগ্নে বিকাল!
দেখবে সেদিন আমার খ্যাতি
নাম যশ হীন খোলস,
অলস পড়ে ধূলোয় মাখা
জ্ঞান বিদ্যার কলস।
ধুপের ধোঁয়া আগর বাতি
চন্দন দিয়ো ঘৃণায়,
লোককে বলো ব্যর্থ প্রেমিক
মাফ দিয়ো না ক্ষমায়।
খুঁজ নিয়ো না স্বপ্ন কোথায়
লাগলো কিনা আঁচড়,
জ্বলছে কি-না আশার প্রদীপ
শূন্য দ্বীপের ভিতর।
১৩/০২/২০২৪ইং
চট্টগ্রাম।