জামাই শ্বশুর জ্ঞানী দু'জন
বন্ধু তারা হয় না,
সবাই সবায় চায় ঠকাতে
কেউই জয়ী হয় না!
চাঁদ রাতে তাই ফন্দি আঁটে
ধরে জামাই বায়না,
"এবার ঈদে বাঘ কিনে দাও"
শ্বশুর সাদা ময়না।
শুনে জামাই কাক কিনে দেয়
"কোকিল সাদা হয় না,"
শ্বশুর তাকে বাঘ কে খুঁজায়
দেখতে বলে আয়না।
১৩/০৪/২০২৪ইং
ময়মনসিংহ।