যাইবেন কই, টেকনাফ না তেতুলিয়া?

পাইলেই সুযোগ মুরগা বানায়
চাবাইয়্যা কয় হালাল,
কইলে উচিত মুখের উপর
ডাইকা রটায় দালাল!

পকেট কাইটা করলেও চুরি
সমাজে কয় করুক,
"ঠেকাক ব্যাটায় পুকুর চুরি
দেখি ডাকাত ধরুক।"

উইচ ফুস দাদা যতোই করেন
হইবো না কাজ বেলে,
ঢালন লাগবো টাকার বান্ডিল
মাইখ্যা কথার তেলে!

পুঁথির শিক্ষা সনদ পাশে
যায় না এখন চলা,
লাগে খুঁটি পদ ক্ষমতা
উঁচু কথার গলা।

০২/০৪/২০২৫ ইং
ময়মনসিংহ।