যাইবা সন্দ্বীপ? দ্বীপ হাতিয়া?
কিংবা উড়িরচর?
দেওন লাগবো সাগর পাড়ি
ছাড়তে হইবো ডর!
বুকের উপর বাইন্ধা জ্যাকেট
চড়তে হইবো বোট,
উত্তাল সাগর ভয় ডাকাতির
হইতে পারে লুট!
আর যদি হয় ইঞ্জিন বিকল
উথলে উঠে ঢেউ,
কারে পাইবা মাঝ দরিয়ায়?
কাইন্দা মরবো সেও।
তীরে আইসাও যদি ভাবো
পথটা হইছে শেষ,
হাঁটোন লাগবো কাদায় মাইখ্যা
গ্রামীন পরিবেশ।
তারপরে না ফিরবা বাড়ি!
ধরবা উঠান পথ,
দেখবা স্বজন কেওড়া তলায়
খাঁড়ায় আছে রথ।
২৬/০২/২০২৫ ইং
চট্টগ্রাম।