আমরা হলাম হুজুগ জাতি
ছাগল নিয়ে মাতি,
পাশ দিয়ে কেউ ধন নিয়ে যায়
ধনকুবেরে হাতি!
ব্যাংক লুটেরা ব্যাংক টা লুটে
বীরদর্পে যায় ছুটে,
মোদের নজর জিতলো কেবা
পড়শি বাড়ীর ভোটে।
মরছি যখন না পেয়ে ভাত
মূল্যস্ফীতির চাপে,
বয়কটের ডাক পেপসি কোলা
দেশটা তখন কাঁপে!
আগুন চাপায় চোর কে বাঁচায়
মোদের ধূলে মগজ,
আমরা হলাম হুজুগ জাতি
ইস্যু ভূলায় সহজ।
২১/০৬/২০২৪ ইং
ময়মনসিংহ।