পরের গাছের ফল চুরি নয়
চাইছে করতে কর্তন,
লোভ বেশি নাই, হিংসা রে ভাই
হয়নি পরিবর্তন!
হিংসা ক্রোধ আর পাপ জমেছে
বোধ জাগেনি মনে,
গাধা কি আর সামনে এগোয়
চলে জ্ঞানীর সনে?
পরের ভালো সুখের ছোঁয়া
দৃষ্টি ফেলায় কটু,
পরের ক্ষতিয় লাভ খুঁজে পায়
পাপ সাধনে পটু!
থাকলে বসে সুড়সুড়ি দেয়
কর্মেতে চায় বাধা,
নিষ্ফলা তাই পরের কাজেই
লাগায় গোলকধাঁধা।
এমন জনাই আজ ভরেছে
লক্ষ সমাজ মাঝে,
ফল খেয়ে সে গাছ উপড়োবে
করেও শাসন ঝাঁঝে!
০৯/১২/২০২৪ ইং
চট্টগ্রাম।