দু'দিন আগে আমি একটা পোস্টে জানতে চেয়েছিলাম, আবৃত্তির ভিডিও আপলোড নিয়ে। অবশেষে, আমি আপলোড করতে পেরেছি। ভাবলাম, বিষয়টা সবাইকে জানিয়ে রাখি। যদি কারো কোন উপকারে আসে। আবৃত্তির ভিডিও গুলো আপলোড করার জন্য কয়েকটা বিষয় জেনে রাখা উচিত।
১. ভিডিও টি অবশ্যই এক মিনিটের অধিক হওয়া উচিত। নয়তো ইউটিউব এটিকে রিল বা shorts হিসাবে বিবেচনা করে। যেটির লিংক দিয়ে আপনি কখনোই এই সাইটে আপলোড করতে পারবেন না।
২. ভিডিও টি ভার্টিক্যালি বানাবেন না। অনেক সময় মোবাইলের স্ক্রীন জুড়ে দেখানোর জন্য অনেকেই এরকম করে তৈরী করে থাকেন।
৩. ভিডিও এর স্ক্রীন রেশিও ১৬:৯ রাখবেন। ১:১, ২:৩, ৪:৫, ৯:১৬ এগুলো কখনোই নয়।
আশা করি, এ নিয়ম গুলো মেনে তৈরী করা ভিডিও আপনি সহজেই আপলোড করতে পারবেন। কোন সমস্যা হবে না।
ধন্যবাদ।