হাত ধরে যার চলছো আঁধার
পথ সেটা নয় কবি,
হৃদ পেতে চাই মনন ছোঁয়া
জলের আঁকা ছবি।
ভুল বকে তাই ভুল পথেতে
ঢিল ছুঁড়ো না গলি,
হোঁচট খাবে ভাঙবে দু'পা
হুল ফোঁটাবে অলি।
আর যদি ঝড় বৃষ্টি নিথর
আঁচড়ে পরে পথে,
দেখবে তো জল নদীর দু' কুল
ঠাঁই কি হবে রথে?
অন্ধ তো সেই পথ চলে যেই
পরকে দিয়ে লাঠি,
তোমার তো জ্ঞান পাহাড় সমান
লিখছো কেনো চটি?
জ্ঞানের হাঁটে জ্ঞান বিকোতে
পাও কেনো ভয় লাজ,
তুমি তো ভাই নও সাধারণ
হোক কবিতাই আজ?
১৩/১১/২০২৪ ইং,
কুমিল্লা।