বিবেকটা তোর যতোই জাগুক, সত্যটা দিক নাড়া
মুখ চেপে ধর নেভা আগুন, রাখিস দূরে প্যারা।
শোন কথা তুই সব সয়ে যা, হুমকি-ধামকি বকা
পিঠেতে বাঁধ বাঁশের চাটাই, বুকেতে খা ছেঁকা।

লজ্জা টা ভুল শিকেতে তোল, স্বেচ্ছাতে পড় কাঁটা
কান দুটো ধর যুদ্ধেতে যা, শিখিস পিছু হটা।
কবর দে তোর ইচ্ছে স্বপন, মানুষ হওয়া সুখী
ঝাপটে ডানা মরতে শিখিস, ভাব যেনো হয় দুখী।

পর্দাতে ঢাক চোখ দুটো তোর, হাতও রাখিস বাঁধা
শৃঙ্খলে রাখ ন্যায়ের দু'পা, মনে বাঁধুক ধাঁধা।
রাখিস মনে সংসার বনে, বউ বনে যায় সিংহ
হোক পরাজয় যুদ্ধ জেতায়, খাবলে সে খাক মাংস।

২৬/১২/২০২৪ইং
চট্টগ্রাম।