ভিক্ষুক যদি ছাড়তো ভিক্ষা
হইতো ধনী মনে,
চলতো কি আর কামড়াকামড়ি
এই দুনিয়ার ধনে?

বুঝলে অবোধ ঘুষখোরেরা
হারাম উপরি কামাই,
যাইতো কি আর বিপথ সন্তান
হইতো খাঁটি সোনাই!

পাড়ার উঠতি মাস্তান খুনী
পাইতো যদি শিক্ষা,
মরার পরেই পাইবো আজাব
হইতো মুমিন পাক্কা।

কাঁড়তো না কেউ বোনের জমি
হাত দিতো না হকে,
হইতো কেমন এই দুনিয়া
এমন ভালোর ছকে?

২৩/০৩/২০২৫ ইং
ঢাকা।