আইচ্ছা তোগো বোধ জাগে না?
হইবি কবে মানুষ?
কাইড়া খাইবি হারাম চাটবি
এমনি থাকবি বেহুঁশ?

এই যে পোশাক জোব্বা দাড়ি
সব কি মিথ্যা ভন্ড?
আর কতো জ্ঞান করবি জাহির
পইড়া কিতাব খন্ড?

তাইলে এই তুই কেমনে ভাঙোস
পরের ব্যাবসা দোকান?
জোর কইরা নেস তুলোস চান্দা
ধইরা গুলি কামান!

তার'চে ভালো ভিক্ষা কর'গা
মাইঙ্গা খা গা মাঠে,
জোর জুলুমের বালাই তো নাই
ঘুরবি মানব হাঁটে।

তাও তো পোলা বউটা কইবো
মানুষ টা নয় ডাকাত,
তুইলা দুই হাত করবো দোয়া
ফজর শেষের রাকাত।

১৯/০৪/২০২৫ইং
ময়মনসিংহ।

মাইঙ্গা-চেয়ে চেয়ে