গাও গেরামের জ্যাঠুস চিনইন?
বাপের লাহান ভাসুর?
দ্যাখছুইন কি পিন্ডি চটকান
ডাকাত হমান শ্বশুর?

ভাদ্দর মাসের হাডুত পানিত
নাইম্যা কাটছইন নাইল্ল্যা?
চ্যাঙ দিয়া কি ধরছুইন মাছ
পুডি গুতুম খইল্লা?

হাপলা খুইজ্জা তুলছুইন ভ্যাট!
খাইছুইন পুইড়া হালুক?
বাইছুইন কি নাও রাইত্ বিরাইতে
হোনার পইড়া নুলুক?

ভাইজ্জা মুড়ি খাইছুন নাড়ু?
নুন মরিচে পান্তা?
হান্জা বেলায় হ্যাজাক জ্বালায়
করছুইন কারো চিন্তা?

কাইন্দা কাইট্টা দিছুইন বিদায়
ভাই বোনেরে বিয়া,
আমরা কইলাম হগল পাইছি
হইয়া মাটির মাইয়া।

১৪/০৮/২০২৪ ইং
কঁচুয়া, চাঁদপুর।