তুমি আছো ইট পাথর আর
তোমার জগৎ জুড়ে,
এ দিক পানে হয় ডাকাতি
করছে চুরি চোরে।

লুটছে আকাশ করছে বিনাশ
ধ্বংস অকাতরে,
পুড়িয়ে বন জলা জঙ্গল
বইছে নদী ভোরে।

ফাঁদ পেতে চোর সকাল দুপুর
কাটছে পাখির ডানা,
ওঝার ধোলাই মগজ খানাই
করছে না কেউ মানা!

সবুজ বাগান গান কোকিল আর
হচ্ছে চুরি শৈশব,
দিচ্ছে জানান দিগন্তে রাগ
সুখের পাখি ভৈরব।

২৩/০৯/২০২৪ ইং
চট্টগ্রাম।