হিন্দু মুসলিম সব ধর্মতেই
সত্য শিখর স্থান,
হিংসা ছড়ায় বিভেদ বাড়ায়
পন্ডিত ভরায় কান।
অথৈব সব জ্ঞান পাপীরা
হারায় বিবেক বোধ,
ধর্ম কে লয় রাজনীতিতে
উষ্কে দিতে ক্ষোভ।
একই স্রষ্টার সৃষ্টি মোরা
একই ধরায় বাস,
ধর্ম বিশ্বাস হোক আলাদা
বন্ধু থাকুক পাশ!
২৪/০১/২০২৪ইং
চট্টগ্রাম।