ষাট পেরিয়ে শেষ বয়সে
কমলে পায়ের বল,
ধরবে কে হে হাতের লাঠি
আনবে পাকা ফল?
চোখ কে হবে? পথের দু'পা?
ধরবো কার-ই হাত?
বাঁধ কে দেবে চোখের জলে
অমাবস্যার রাত?
ছাদ ফুটো ঘর ছিন্ন ছায়ায়
পুড়লে কায়া ছাল,
ধরবে কে হে মাথায় ছাতা
ডিঙি নৌকার পাল?
তুই ছাড়া বাপ কে শোনাবে
"পিতা মাতা স্বর্গ"?
ঢালবে কে হে কবর মাটি
বাপে শেষের অর্ঘ?
২০/১২/২০২৪ ইং
চট্টগ্রাম।
(কিছু কিছু কবিতা জীবন থেকে নেয়া যায়। এটিও তেমনি এক কবিতা।)