ওরে বাদর ওরে শয়তান
সামলে রাখিস নজর,
খুঁজিস কেনো কানন মাঝে
দুগ্ধ ধারা নহর?

চোখ গুলো তোর ঊর্ধাকাশে
খুঁজে মোহের বদন,
হাত দিয়ে চাস ধরতে আকাশ
মেঘেই করতে লেহন!

আবার দেখি নিন্মমুখী
খুঁজিস কালো গলি,
মাথার উপর মুখোশ পাগড়ি
ভন্ড তো তুই অলি!

লোক দেখানো শকুন চোখের
সামলে রাখিস মনি,
যত্নে রাখিস চোখের পাপড়ি
খণ্ডাবে তোর শনি।

০৭/০১/২০২৪
ময়মনসিংহ।