ভদ্র লাজুক দেখছো যারে
সদাই মিষ্ট হাসি,
চুপ করে রয় দিলেও গালি
ব্যাঙ্গ ডাকেও খুশি!

সব কেঁড়ে তাঁর সবার সামনে
যতোই বানাও বোকা,
বলবে না সে কোনো কথা
যদিও জানে ধোঁকা।

সুজনেই তাঁর পকেট ফুটোয়
খাচ্ছে কাচ্চি খাসি,
বিলিয়ে ধন জনম টা তাঁর
প্রাপ্তি কেবল হাসি!

তাঁর সে হাসির মানে জানো?
পায় সে কেনো শরম?
তোমার কথায় চিনছে মানুষ
চিনছে মানব ধরম।

০৯/০৭/২০২৪ইং
নারায়ণগঞ্জ।